ভালো কাজ করো, ভালো থাকো।

১. স্রষ্টা অন্যায়ের ক্ষমা করেন না। ( অর্থাৎ তোমাকে তোমার কর্মফল ভোগ করতে হবে, অবশ্যই করতে হবে)

২. মানব জীবনের উদ্দেশ্য সুখ লাভ করা। অন্যায় ও অন্যের ক্ষতি না করে, অন্যকে কষ্ট না দিয়ে, না ঠকিয়ে যে যত বেশি সুখে থাকবে স্রষ্টা তার উপর তত বেশি সন্তুষ্ট হবেন।

৩. কোনো কিছুই পূর্বনির্ধারিত নয়। এ পৃথিবীর ঘটনাপ্রবাহ, সৃষ্টি সমূহের সিদ্ধান্ত ও কর্মের ফল মাত্র।

সৃষ্টির(প্রাণ) সুকর্ম ও সুখ লাভে স্রষ্টা খুশি হন, সৃষ্টির দুঃখে স্রষ্টা ব্যথিত হন, ঠিক যেমন সন্তানের প্রতি পিতা মাতার হৃদয়।

১. বিপদে এবং সু প্রারম্ভে সাহায্য প্রার্থনা করো, স্রষ্টা তোমাকে সাহায্য করবেন সৃষ্টি সমূহের মাধ্যমে। সুপ্রাপ্তিতে ধন্যবাদ জ্ঞাপন করো। সৃষ্টির প্রতি কৃতজ্ঞ থাকো যে সৃষ্টির ফল তুমি ভোগ করো। স্রষ্টার প্রতি কৃতজ্ঞ থাকো।

২. তোমার বিবেকের কথা শোনো, মেনে চলো তোমার রাষ্ট্রীয় আইন ও সংবিধান।

৩. বিষাক্ত খাবার ছাড়া তোমার কাছে রুচিশীল যেকোনো খাবার গ্রহন করো।

৪. মৃত্যু পরবর্তী কি হবে সে চিন্তা পরিত্যাগ করো, তুমি পৃথিবীকে সুন্দর রাখো।

সদা সত্য সুন্দর প্রস্ফুটিত একটি ফুলের জন্য নিরাপদ হোক এই পৃথিবী। সৃষ্টিগতভাবে এই পৃথিবী সুখ ও সুন্দরের আবাস। প্রানকে দুঃখ দিয়ে, সৃষ্টিকে ধংস করে পৃথিবীর পরিবেশ নষ্টকারীদের জন্য কঠোর শাস্তি।